Featured

ঘুর্নিঝড়ে চাঁদপুরে ৪টি ট্রলার ডুবি ॥ ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

This is the post excerpt.

images_22577
ঘুর্নিঝড়ে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ৪ টি ট্রলার ডুবে গেছে । ব্যবসায়ীরা জানিয়েছে চাউল,ডাউলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তাদের । ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় পুরাণবাজার ভুইয়ারঘাট এলাকাস্থ ডাকাতিয়া নদীতে । তবে এ ঘটনায় কেউ নিখোজ হয়নি । এ রিপোট লেখা পর্যন্ত কোন ট্রলারই উদ্ধার করা হয়নি । দূঘটনা কবলিত ট্রলার গুলো রোববার সকালে ফরিদপুরের সিএমবি ঘাট থেকে প্রায় ৭ হাজার বস্তা চাউল,৩ হাজার বস্তা মুসরি ডাল সহ অন্যন্য ডাল , ভুষা মালামাল নিয়ে বিকেলে পুরানবাজার ভুইয়ার ঘাট এলাকায় অবস্থান নেয়। সন্ধায় ঘুর্নিঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো তলিয়ে যায়। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো ফরিদপুরের মঞ্জু মাঝির এমভি ভাটিলক্ষীপুর, নুরুজ্জামান মাঝির আল মিরাজ, কুদ্দুস মাঝির সিলেটি ট্রলার ও চাঁদপুরের আনিস-স্বপন পরিবহন । ডাকাতিয়া নদীতে তলিয়ে যাওয়া এমভি ভাটিলক্ষীপুরে মাঝি মঞ্জু মাঝি জানায় তারা ২৪’শ বস্তা মুসরি ডাউল ওচাউল নিয়ে ভুইয়ার ঘাট এলাকায় আসে । সন্ধায় ঘুনিঝর্ড়ে একসাথে ভুইয়ার ঘাট ও মৌলভীঘাটে থাকা মালামাল বোঝাই ৪ টি ট্রলার ডুবে যায় । তারা পুরানাবাজার এলাকার সুভাষ চন্দ্র রায়,খাদ্য ভ্রান্ডার , মিনারা ট্রেডাস ,শুকতারা, সবুজ পোদ্দার ,রায় ট্রেডাস সহ বিভিন্ন ব্যবসায়ীদের মালামাল ফরিদপুরের সিএমবি ঘাট থেকে ষ্টীলবর্ডি ট্রলারে চাঁদপুরে নিয়ে আসে । ব্যবসায়ী সবুজ পোদ্দার জানান, তাদের প্রায় ৪বস্তা চাউল ও ডাউল নিয়ে এমভি ভাটি লক্ষীপুর ও সিলেটি ট্রলারে মাল চাঁদপুরের পুরানবাজার ভুইয়ার ঘাট এলাকায় আসে । বিকেল হওয়ায় পরের দিন মালামাল নামাবে বলে শ্রমিকরা চলে যায়। কিন্তু সন্ধায় হঠ্যাৎ কাল বৈশাখী ঝড়ে ট্রলার গুলো যুবে যায় । এতে করে আমাদের ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার উপর মালামাল ক্ষতি হয়েছে । সোমবার ভোরে আমরা মালামাল ও ট্রলার উদ্ধারের জন্য শ্রমিক নিয়োগ করেছি

উন্নয়ন হয়নি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা। চিকিৎসাসেবায় গরীবরাও যেতে হয় সদরমুখী।

05-5ডেস্ক রিপোর্ট :

জনগণের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের নানামূখী প্রচারণা থাকলেও চিকিৎসক সংকটে রয়েছে হাইমচর উপজেলা স্বাস্থ্য সেবা।  হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ 6টি ইউনিয়নের সাবসেন্টারে মোট 16জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে 2 জন চিকিৎসক দিয়েই চলছে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। এরই মধ্যে বেশ কয়েকজন চিৎকসক নিয়োগ পেলেও অল্প কয়েকদিন পর কমপ্লেক্সে থেকে তদবীর করে অন্যত্র চলে যায়। এইভাবে চলে যেতে যেতে মাত্র 2 জন এসে দাড়িয়েছে।  যার ফলে রোগিরা সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছেনা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ও ডাক্তার না থাকায় এলাকার গরীব মানুষ চিকিৎসা সেবা নিতে চাঁদপুর সদরমুখী হতে হয়।

বর্তমানে হাইমচর উপজেলা উন্নয়ন হলেও উন্নয়ন হয়নি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা।

বিষয়টি মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনায় হাইমচরবাসী।

 

দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী ও শত বছর পূর্তি উদযাপনে আলোচনা সভা

 

 

ডেস্ক রিপোর্ট।

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহি দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের 2021 সালে শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত 17 জুন বিকাল 5 ঘটিকায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের 2021 সালে শত বছর পূর্তি উদযাপনে আলোচনা সভায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মো: মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মো: নূরুল আমিন পাটওয়ারী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন সহকারী শিক্ষক সৈয়দ আহমেদ । প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, আশরাফুল আলম, রিয়াজুুুল আমিন, অঞ্জন, মাইদুল হাসান মামুন, পলাশ চন্দ্র শীল, রিয়াদ হোসেন, আল আমিন মিয়া, খায়রুল হাসান,  মিজানুর রহমান, অয়ন দত্ত, আব্দুর রাজ্জাক, রোকনুজ্জামান, মো: ইউনুছ মিজি।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের 2021 সালে শত বছর পূর্তি উদযাপনে সকলে একতার প্রতি জোর দিতে হবে, উপ-কমিটি গঠন করতে হবে যারা আগামী 2021 সাল জানুয়ারী পর্যন্ত প্রত্যেক ঈদে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা আয়োজন করবে। সাবেক সকল শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে হবে এবং বর্তমান শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে এলামনাই এসোসিয়েশন অব দূর্গাপুর হাই স্কুল সংগঠন করে আগামী ঈদ-উল আযহা পর্যন্ত 12 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক -মো: মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক- রাহাদ হাসান বাপ্পি ও আল আমিন মিয়া, সদস্য সচিব মো: ইউনুছ মিজি, সম্মানিত সদস্য–অঞ্জন, আইনুল, আমজাদ,কামরুল হাসান, ছোয়া পাল, রুবেল, আরেফিন ইফতি, জিল্লুর রহমান।

 

 

 

হাইমচরে তুচ্ছ ঘটনায় কুপিয়ে যখম করা নুরু ঠিকাদার নিহত

Taler-shas-fight-620x330.jpg

বিশেষ প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ঠ পারিবারিক কলহে প্রতিপক্ষের দল বেধে কুপিয়ে যখম হওয়া হাইমচরের ১ম শ্রেনীর পুরনো ঠিকাদার নুরুল ইসলাম গাজি ( নুরু কন্টাক্টার) (৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৪দিন পরে গতকাল ১০ জুন রবিবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন ইন্নালিলাøহি…..রাজিউন।নুরু কন্টাক্টার এর  মৃত্যুর সংবাদ হাইমচরে ছড়িয়ে পড়লে তার পরিবারের শোকের ছায়া নেমে আসলেও হামলা ও জখমকারির আতœীয়রা ঐ বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। খবর পেয়ে পুলিশ হামলাকারিদের ঘরথেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।  পরিস্থিতি থমথমে থাকায় ঐ বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।   ঘটনায় হাইমচর থানায় দায়েরকৃত এজহার ও  প্রত্যক্ষ দর্শী সূত্র জানায় গত ৬ জুন বুধবার বেলা ১১টায় উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে নুরুল ইসলাম গাজি (নুরু কন্টাক্টার) এর বাড়িতে একই বংশের ফারুক গাজি পরিবারের সাথে তাল গাছের তালের কচি শাষ বিক্রিকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাটির একপর্যায়ে ফারুক গাজি, সোহাগ গাজি, সুমন গাজি, মানিক গাজি, সিরাজ গাজি, আবুল বাশার গাজি গংরা দা’ ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলাম গাজির ঘরে হামলা করে তাকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত যখম করে। হামলা ও কুপিয়ে যখমের সংবাদ পেয়ে নুরু কন্টাক্টার এর  পুত্র সুজন গাজি তাকে উদ্ধার করে  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঐ দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঢাকা মেডিকেল কলেজে বিশেষজ্ঞ চিকিৎসকগন নুরু কন্টাক্টারকে গভীর পর্যাবেক্ষনে চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।  হামলা ও যখমের ঘটনায় ঐদিন নুরু কন্টাক্টারের পুত্র সুজন গাজি বাদী হয়ে হামলা ও জখমকারি ফারুক গাজি গংদের বিবাদী করে হাইমচর থানায় মামলা দায়ের করেন। যখমের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামীরা পলাতক থাকলেও একটি অশুভ মহলের প্ররোচনায় উপজেলা সদর সংলগ্ন স্থানীয় দাঙ্গাবাজ প্রকৃতির  তাদের নিকট আতœীয় স্বজনরা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে  গাজি বাড়ি ও এলাকায় মহড়াসহ মামলা প্রত্যাহারের হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। হামলায় জখমে নিহত নুরুল ইসলাম গাজি ওরপে নুরু কন্টাক্টার এর পুত্র মামলার বাদী গাজি সুজন অভিযোগ করেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ফারুক গাজি তার পুত্র, ভাইসহ আতœীয় স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে জখম করে, আশংকাজনক অবস্থায় ৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ঢাকা মেডিকেলে আমার বাবা মৃত্যুবরন করেন। আমি বাবারসাথে  চিকিৎসাধীন অবস্থায় থাকাকালিন সময়ে হামলাকারিদের আতœীয় সন্ত্রাসী জাকির সরদার সহ দাঙ্গাবাজ লোকরা আমার বাড়িতে মহরা দিচ্ছে এবং মোবাইল ফোনে আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে। এমনকি আজ আমার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে যখন আতœীয় স্বজনরা কান্নাকাটি করছে ঠিক সে সময় ফারুক গাজির আতœীয় পরিচয়দান কারিরা আজও দা’ ছেনি নিয়ে আমাদের উপর চড়াও হয় যা এলাকাবাসী দেখেছে। পুলিশ তাদের কাছ থেকে আজও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।   হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, হামলায় জখম হওয়া ব্যক্তি নিহত হয়েছেন বলে আমরা জেনেছি, এবং ঐ বাড়িতে উত্তেজনা সৃষ্টি হলে আমি নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি।  আসামীদের ঘর থেকে গতকাল একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হাইমচর প্রেসক্লাবে ইফতার মাহফিল

33808835_2120805548201051_3270172199205470208_n

বিশেষ প্রতিনিধি

গত সোমবার হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলমের আয়োজনে সাংবাদিকদের সম্মানে প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ইফতার পূর্বে বাংলাদেশের সর্বাঙ্গিন মঙ্গল কামনা সহ হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত মোঃ মাহবুব আলম বাশারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মাজহারুল ইসলাম শফিক, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জিএম জহির, মাসুদ আলম রিয়াদ, প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক বিএম ইসমাইল, আঃ রহমান, সাংবাদিক মুনচুর আহমেদ পাটওয়ারী, সাহেদ হোসেন দিপু, জাকির হোসেন, হাসান আল মামুন, মিজানুর রহমান, শরিফ হোসেন, রুবেল হোসেন, হোসেন গাজি, শাহআলমসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ।

হাইমচর মেঘনায় ১ হাজার টন ক্লিংকার সহ জাহাজ ডুবি । উদ্ধার ১২ ক্রু

32293727_624200191265502_2968140315015249920_n

১ হাজার টন ক্লিংকার সহ জাহাজ ডুবি হাইমচরের কাটাখালী এলাকায় মেঘনা নদীতে এমভি শাফাতুল হক ২ নামক জাহাজের ধাক্কায় ১ হাজার মেঃটন ক্লিংকার বোঝাই মিলেনিয়াম নামক জাহাজ ডুবে গেছে, জাহাজে মাষ্টারসহ ১২ জন ক্রু উদ্ধার করেছে এমভি ওশান লাইট নামক আরেকটি জাহাজ। জাহাজ মাষ্টার শামছুল হক জানান বৃহস্পতিবার রাত ২ টায় চট্রগ্রাম হতে ১ হাজার টন ক্লিংকার নিয়ে নারায়নগঞ্জ যাওয়ার পথে কাটাখালী এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা এমভি শাফাতুল হক ২ ধাক্ক দিলে আমার জাহাজ টি ডুবে যায়, এ সময় পাশ দিয়ে যাওয়া জাহাজ এমভি ওশান লাইট আমাদের ক্রদের উদ্ধার করে। আমাদের লস্কর নুরন্নবী, বাবুর্চী নয়ন আহত হয়েছ। হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায় জানান সংবাদ পেয়ে আমরা তাকওয়া লঞ্চ নিয়ে ডুবে যাওয়া এমভি মিলেনিয়াম জাহাজ ক্রু দের উদ্ধারে সহায়তা করি, আহতদের নিয়ে হাসপাতালে চিকিৎস্যা সহায়তা দেই। কোন নিখোজ নেই। এ ডুবে যাওয়া জাহাজ এলাকায় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ কাজ করছে।

হাইমচরে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

_MG_8017 copy

বিশেষ প্রতিনিধি

হাইমচরে ক্ষুধা ও দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক চলচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ৯মে’ বুধবার সকাল ১১টায় বাজাপ্তী রমনীমহন উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল বাংলাদেশ, একটি বাড়ি একি খামার, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ন, সবার জন্য বিদ্যুৎ, শিক্ষা সহায়তাসহ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও মাহাআকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন বাজাপ্তী রমনি মহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল হক, বাজাপ্তী রমনি মহন উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলমসহ শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।

হাইমচরে উপজেলা পর্যায়ে ইউনিয়ন নির্বাচনী ব্যবস্থাপনা প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত

_MG_8058 copyবিশেষ প্রতিনিধি

হাইমচরে আনসার ভিডিপির আয়োজনে ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের সহযোগীতায় ২ দিন ব্যাপী ইউনিয়ন নির্বাচনী ব্যস্থাপনা প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ৯ মে’ বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়মে উপজেলা নির্বাচন কমিশিনার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও আনসার ভিডিপির কর্মকর্তা মোসাম্মদ রোকেয়া লিংকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আনসার ভিডিপির কামন্ড্যান্ট অফিসার এ এস এম আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউসার আহমেদ, উপসহকারি কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ মিয়া, আনসার ভিডিপির ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। প্রশিক্ষনকালে প্রধান অতিথি বলেন, তোমরা শুধু নির্বাচন নয় বিভিন্ন সামাজিক কাজে সহযোগীতা করবে। নির্বাচনের এ শহিংসতার মধ্য দিয়েই শান্তিপূর্ন নির্বাচনের জন্য সবাই কাজ করবে। আনসার ভিডিপির সকল সদস্য সামাজের কাজের পাশাপাশি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগীতা করবে।

হাইমচরে ৬ষ্টবারের মত কমলাপুর মাদরাসার সভাপতি হলেন ফজলুর রহমান পাটওয়ারী

বিশেষ প্রতিনিধিUntitled-2 copy

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহি কমলাপুর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় ৬ষ্ট বারের মত সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান পাটওয়ারী।  গতকাল বেলা ১১টায় আলগী উত্তর ইউনিয়নে অবস্থিত কমলাপুর দাখিল মাদরাসা সভাকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সভার সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্ধিতায় তাকে ৬ষ্ট বারের মত সভাপতি নির্বাচিত করা হয়।  সভায় বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, মাদরাসা সুপার মাওঃ আঃ হামিদ।সভায় উপস্থিত ছিলেণ ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহজান গাজি, কাজি আবুল কালাম আজাদ, শাহ হোসেন মিয়া, ফারু ক আহমেদ খান, শাহানারা বেগম, শিক্ষক প্রতিনিধি মাওঃ ফারুক আহদে, মাওঃ হাফেজ আহমেদসহ শিক্ষক এবং অভিভাবক বৃন্দ। এ সময় শিক্ষার মানোন্নয়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বক্তব্য রাখেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ ফজলুর রহমান পাটওয়ারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাতে ২১ আগষ্ট শহীদ কুদ্দুছ পরিবারকে ১৩ এপ্রিল গনভবনে আমন্ত্রন

20170824_185422

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাতের জন্য ২১ আগষ্ট শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীর পরিবারে  ৬ভাই ও ২ বোন সহ ৮ সদস্যকে ১৩ এপ্রিল শুক্রবার দুপুরে গনভবনে আমন্ত্রন জানানো হয়েছে। ২০০৪ সালে ২১ আগষ্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জীবন রক্ষায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সদস্য হাইমচরের কৃতি সন্তান  আঃ কুদ্দুছ পাটওয়ারী শহীদ হন।  ২১ আগষ্ট শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীর বড় ভাই হাইমচর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী জানান গত সোমবার ৯ এপ্রিল দুপুরে প্রধান মন্ত্রীর বাসভবন গনভবন থেকে টেলিফোনে শহীদ কুদ্দুছ  পরিবারের ভাই বোনদের ১৩ এপ্রিল শুক্রবার বেলা ২টায় গনভবনে সৌজন্য স্বাক্ষাতের আমন্ত্রন জানানো হয়েছে। হুমায়ুন কবির পাটওয়ারী জানান, শহীদ পরিবার হিসেবে আমরা গর্বিত। মামনীয় প্রধানমন্ত্রীর  জীবন রক্ষার্থে ২০০৪ সালের ২১ আগষ্ট আমার ভাই তার প্রান বিলিয়ে দেয়। আমাদের চাওয়াপাওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী শহীদ পরিবার হিসেবে আমাদেরকে যে সম্মান ¯েœহ ভালবাসা দিয়েছেন আমরা প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। ২০০৪ সালে তৎকালীন বিএনপি জামাত  জোট সরকারের পৃষ্ঠ পোষকতায়  ইতিহাসের বর্বরচিত  গ্রেনেড হামলায় আমার ভাই সহ ২১ আগষ্ট ২৪জন নিহত হয় এবং কয়েক হাজার নেতা কর্মী পঙ্গুত্ব বরন করে। হত্যাকান্ডের পর থেকে শহীদ পরিবার হিসেবে আমরা হামলাকারিদের বিচার দাবী করে আসছি। আমার বৃদ্ধ মা’ সন্তান হত্যার বিচার দেখে যেতে পারেনি। মায়ের শেষ ইচ্ছা ছিল তার শহীদ হওয়া সন্তানের স্মৃতি ধরে রাখার জন্য একটি মেডিকেল কলেজ/ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারীর নামকরনে যেন স্থাপন করা হয়। হুমায়ুন কবির পাটওয়ারী আরো  জনান,  শহীদ কুদ্দুছের  ৬ ভাই ও  ২ বোন ১৩ এপ্রিল প্রধান মন্ত্রীর বাসভবন গনভবনে আমন্ত্রিত হয়েছেন।

চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর ও সমাজ সেবামূলক নানা কর্মসূচির মধ্যদিয়ে হাইমচরে চলছে ৬ষ্ঠ জাতীয় কমডেকা

This slideshow requires JavaScript.

চাঁদপুরের মেঘনা নদীর তীরে নানা রকম চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর ও সমাজ সেবামূলক নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প ২০১৮ (কমডেকা)র দ্বিতীয় দিন। বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় চাঁদপুরের হাইমচরের চরভাংগায় ০৬ দিনব্যাপি (৩১ মার্চ থেকে ০৫ এপ্রিল ২০১৮ পর্যন্ত) আয়োজিত কমডেকায় প্রায় ৭০০০ হাজার স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কমডেকার দ্বিতীয় দিনে হাইমচর উপজেলার লামছড়ি, বিষ্ণুপুর, মজমপুর ও ছোট লক্ষীপুর এই ০৪টি গ্রামে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন, বৃক্ষ রোপণ, বীজ বিতরণ, সাবান বিতরণ, হাতধোয়ার চর্চা, রাস্তা মেরামত, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, প্রাণী সম্পদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। একই সাথে ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় জৈব সার, স্বাস্থ্য শিক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। কমডেকায় অংশগ্রহণকারীদের সেবা কার্যক্রমে প্রতিদিন প্রায় ১,২০০ (এক হাজার দুইশত) পরিবার প্রত্যখ্যভাবে উপকৃত হচ্ছেন। প্রায় ১৮০০ স্কাউট, রোভার ও কর্মকর্তা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তাছাড়া, মধ্য চরভাঙ্গা ও সাধু মাস্টারের মোড় এলাকায় সমাজের সাধারণ মানুষকে স্বাস্থ্য রক্ষা, শিশু স্বাস্থ্য, শিক্ষা, প্রাণী সম্পদ রক্ষা, কৃষি দুর্যোগকালে সম্পদ রক্ষা ইত্যাদি বিষয়ে সচেতন করার জন্য পরামর্শ প্রদান করেন। এ সময়ে লিফলেটও বিতরণ করা হয়। প্রায় ১৮০০ স্কাউট, রোভার ও কর্মকর্তা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

একই সাথে কমডেকাতে অংশগ্রহণকারী ১৮০০ স্কাউট, রোভার ও কর্মকর্তা অবস্ট্যাকল, ফান এন্ড গেম, হাইকিং, ওয়াটার এক্টিভিটিজে দলগতভাবে অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে সব চেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর ইভেন্ট ছিল অবস্ট্যাকল। এই ইভেন্টে টানেল পাসিং, ব্যালেন্সিং, টায়ার পাসিং, রোপ মাংকি ব্রীজ, রক ক্লাইম্বিং, জিগ-জ্যাগ টিম্বার ব্যালেন্স, ফ্যান্স টোপেজ, রোপ ক্লাইম্বিং, রহস্যময় গুহা, কমান্ডো ব্রীজ, এ্যারিয়াল রানওয়ে, স্পাইরাল নেট, হ্যান্ড ওয়ার্ক ও ক্রলিং ছিল আকর্ষণীয় ও অংশগ্রহণকারীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে।

তাছাড়া শরীর চর্চা, তাঁবু কলায় অংশগ্রহণ করে ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের চর্চা করে।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় ৩১ মার্চ থেকে ০৬ এপ্রিল ২০১৮ পর্যন্ত ০৬ দিনব্যাপী চাঁদপুরের হাইমচরের চরভাঙ্গা এলাকায় আয়োজিত ৬ষ্ঠ জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) গত ০১ এপ্রিল উদ্বোধন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমডেকায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মুক্ত স্কাউট গ্রুপের প্রায় ৭০০০ (সাত হাজার) স্কাউট, রোভার, গার্ল-ইন রোভার ও কর্মকর্তা যোগদান করেন। কমডেকার বিভিন্ন কর্মসূচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।